সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
ট্রাফিক সপ্তাহের প্রথম দিন আজ রোববার সকাল থেকেই জেলা শহরের গুরুত্বপুর্ণ সড়কে লাইসেন্সবিহীন মোটর সাইকেল চালেকদের বিরুদ্ধে অভিযান চালায় ট্রাফিক বিভাগ। সকাল ৯টা থেকে বিকেল ৫টা অব্দি পরিচালিত এই অভিযানে নেত্রেত্ব দেন সদর ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শামসুল ইসলাম।
অভিযানে তাকে সহায়তা করেন ট্রাফিক বিভাগের এসআই ইউসুফ আহমেদ ও এএসআই নিকুঞ্জ। এই অভিযানে আইন অমান্য করে মোটর সাইকেল পরিচালনা করায় ও লাইসেন্স না থাকার কারণে ৫০ টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এছাড়াও দায়ের করা হয়েছে মামলা। শিক্ষার্থীদের আন্দোলনের পর এই অভিযান সারা দেশের ন্যায় সকল উপজেলায় একযোগে শুরু হয়েছে।
সদর ট্রাফিক সূত্র জানায়, আগামী এক সপ্তাহব্যাপি এই অভিযান চলমান থাকবে। সদর ট্রাফিক বিভাগের ওসি মো. শামছুল ইসলাম বলেন, আমরা জেলা শহরের গুরুত্বপুর্ণ পয়েন্ট এলাকায় চেকপোস্ট পরিচালনা করছি এবং অবৈধ ও লাইসেন্সবিহীন যানবাহন চালকদের বিরুদ্ধে আইন প্রয়োগের ব্যবস্থা করছি,
শুধুমাত্র সদরেই সকাল ৯টা থেকে বিকেল ৫টা অব্দি সময়ে অভিযান চালিয়ে আমরা ৫০টি লাইসেন্সবিহীন ও অবৈধ মোটরসাইকেল আটক করেছি, মামলা প্রদান করেছি, আমাদের এই অভিযান চলমান থাকবে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply