পঞ্চগড় প্রতিনিধি::
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ট্রাক্টরের চাপায় লতিফ হোসেন শান্ত (২২) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই ইজিবাইকের আরও ৩ যাত্রী।
আহতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার উত্তম কুমার রায় (৩০), পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর এলাকার আব্দুল খালেক (৩২) এবং বোদা উপজেলার ভাসাইনগর এলাকার শাহিন ইসলাম (২৫)।
আহতদের মধ্যে উত্তম কুমার ও আব্দুল খালেককে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আটোয়ারী-বোদা সড়কের দলুয়াদিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ছাদেকুল ইসলামের পুত্র।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply