পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে নবম শ্রেণীর স্কুল পড়–য়া ছাত্রীকে অপহরণের ৭০ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ২২ মে রাতে তাকে অপহরন করে নিয়ে যায় মামনুসহ তার বন্ধুরা। অভিভাবকমহল উদ্বিগ্ন হয়ে পড়েছে।
পঞ্চগড় সদর উপজেলার বলেয়া পাড়া গ্রামের মহিদুল ইসলামের মেয়ে ও মাঘই পানিমাছ পুকুরি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্রী। ঘটনার দিন বাড়ির সামনে পাকা রাস্তায় হাটা-হাটি করার সময় পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সামের ডাংগা গ্রামের মামুনসহ তার বন্ধুরা মেয়েকে জোর পুর্বক পাগলু গাড়ীতে তুলে নিয়ে।
যাবার সময় আমি ও আমার ছেলে দেখতে পাই এবং চিৎকার করতে থাকি। আমাদের চিৎকারে গ্রামের সবাই এগিয়ে আসে। তৎক্ষনে অপহরনকারীরা আমার মেয়েকে নিয়ে চলে যায়। আমরা পাগলুর গাড়ীটির পিছনে পিছনে ধাওয়া করতে থাকি।
কিন্তু আমরা পাগলু গাড়ীটিকে ধরতে পারিনি। এরপর থেকে তার কোন খোঁজ খবর পাওয়া যায়নি। এব্যাপারে মেয়ের বাবা মহিদুল ইসলাম বাদী হয়ে গত ০৩ জুনে পঞ্চগড় সদর থানায় অপহরণকারী মামুনসহ ৬ জন ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করে। মামলা হওয়ার পর পুলিশ দুইজনকে আটক করে হাজতে প্রেরণ করে।
আদালত একজনের জামিনের মঞ্জুর করেন। এদিকে অপহরণের ৭০ দির অতিবাহিত হলেও নবম শ্রেণীর অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। পরিববারের সদস্যরা মেয়েকে ফিরে পাবার জন্য পুলিশের দ্বারে দ্বারে ঘুরছে।
বাদী মহিদুল ইসলাম বলেন, পুলিশ তার মেয়ের কোন খবর দিতে পারছেনা ও আসামীদের গ্রেফতারও করতে পারছেনা। তাদের মেয়ে আছে না কি অন্য কিছু হয়েছে। তারা পুলিশের প্রতি আস্থা হারিয়ে ফেলছে।
এ বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার জানান, প্রেম ঘটিত ব্যাপার। তবে মেয়েটি তুলে নিয়ে গেছে। আমরা দুইজনকে গ্রেফতার করেছি। আশাকরি মেয়েটিকে উদ্ধার করতে পারবো এবং আসামিদের গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply