এ রউফ,পঞ্চগড় প্রতিনিধি::
পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ:-২৬৪ এর ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে পঞ্চগড় আদর্শ মহিলা আলিম মাদরাসা মাঠে এই ত্রি-বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সাধারন সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন।
শ্রমিক ইউনিয়নের বিগত তিন বছরের আয় ব্যায়ের হিসাব শ্রমিকদের উপস্থিতিতে তুলে ধরেন জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক খন্দকার আব্দুর রশিদ। পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান,
পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,পঞ্চগড় পৌরসভার মেয়র ও জেলা শ্রমিক কর্মচারী যৌথ ফেডারেশনের সভাপতি তৌহিদুল ইসলাম,মটর মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব আপেল মাহমুদ,
রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি এবং নিলফামারী জেলা বাস মিনিবাস,কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আকতার হোসেন বাদল, সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি এবং নিলফামারী জেলা বাস মিনিবাস,
কোচ, মাইক্রোবাস শ্রামক ইউনিয়নের সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক এবং রংপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আব্দুল লতিফ,
পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক এমদাদুল হক, ও কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার দুলাল প্রমুখ। মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন সভায় জেলার পাঁচ উপজেলার প্রায় ৫ হাজার শ্রমিকরা এ সময় উপস্থিত ছিলেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply