ছাতক প্রতিনিধিঃ
ছাতকে বিদ্যুৎ পিষ্ট হয়ে শাহ জামানত (২০) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে জাউয়াবাজার ইউনিয়নের হাবিদপুর গ্রামের শাহ লুদন শাহ’র পূত্র ও জাউয়াবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। আজ শুক্রবার দুপুর ১টার দিকে তার নিজ বাড়িতে এঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, কলেজ ছাত্র শাহ জামানত তার নিজ ঘরে বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ করছিলে। এসময় অজ্ঞানতাবশত সে বিদুৎ লাইনে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কৈতক হাসপাতাল ও পড়ে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাতক থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply