নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি::
হবিগঞ্জের নবীগঞ্জ-শেরপুর সড়ক থেকে কুর্শি ও ষাটকাঁপন গ্রামের সরকারি রাস্তাটি ক্ষমতাবলে বন্ধ করে দিয়েছে কুর্শি গ্রামের প্রভাবশালী মরহুম আব্দুল গফুর ও আব্দুর রহিমের পরিবারের লোকজন। ফলে কুর্শি গ্রামের শত শত লোকজন মূল রাস্তায় উঠতে পারছে না।
এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে গ্রামবাসীর পক্ষে হারুন আহমদ চৌধুরী কিছুদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর রাস্তার ব্যারিকেড অপসারণের জন্য আবেদন করেছেন।
সূত্রে জানা যায়, কুর্শি ও ষাটকাঁপন গ্রামের সরকারি রাস্তাটি আব্দুল গফুর চৌধুরীর বাড়ির উত্তর পাশ দিয়ে গোপলার বাজার পর্যন্ত গেছে। ১৯৮৬ সালে হবিগঞ্জের সহকারী জজ আদালত এক মামলায় এটি সরকারি রাস্তা হিসেবে রায় দেন।
এ রায়ের বিরুদ্ধে আব্দুল গফুর ও আব্দুর রহিমের পরিবারের লোকজন আপিল করে। পরে তারা দ্রুত সেখানে একটি গেট ও রাস্তার ওপর ঘর নির্মাণ করে লোক চলাচল বন্ধ করে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগীরা প্রতিবাদ করলে তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে।হারুন আহমদ চৌধুরী জানান, রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় হাজারো মানুষের সীমাহীন দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না।
এ নিয়ে গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। রাস্তা দখলকে কেন্দ্র করে যেকোনো সময় দাঙ্গা-হাঙ্গামাসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।বিষয়টি সমাধানের জন্য উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply