দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি::
দোয়ারায় বোগলা রোছমত আলী রামসুন্দর স্কুল ও কলেজের পরিচালনা কমিটির বাচাই সম্পন্ন হয়েছে এর মধ্যে সংরক্ষিত একজন মহিলা প্রার্থী বিনা প্রতিদন্ধিতায় বিজয়ী হয়েছেন।
স্কুল পরিচালনা কমিটির নির্বাচনী ২২ জুলাই তফসিল ঘোষনা অনুযায়ী স্কুল ও কলেজ শাখায় মোট ১০ জন প্রতিদন্ধি মনোনয়ন পত্র জমাদেন। বোধবার ছিল মনোনয়ন পত্র বাচাইয়ের শেষ দিন।
প্রিসাইডিং অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মেহের উল্লাহ, বাছাই শেষে দুই জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেন, তারা হলেন দাতা সদস্য মো.জাহাঙ্গির আলম ও সংরক্ষিত মহিলা প্রার্থী রেখা রানী। এর মধ্যে একজন সংরক্ষিত মহিলা প্রার্থী বিনা প্রতিদন্ধিতায় বিজয়ী হয়েছেন তিনি হলেন আছমা আক্তার।
স্কুল শাখায় বাচাইয়ে বৈধ হলেন মো.সাইফুল ইসলাম, মো.আকবর আলী, ইকবাল বাহার রিপন, হাবিবুর রহমার শেখচান, কলেজ শাখায় মশিউর রহমান, ইউনুছ আলী ও আক্তারা বেগম। আগামী ৩ আগষ্ঠ প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ১৩ আগষ্ঠ ভোট গ্রহনের দিন ধার্য্য করা হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply