আজকের স্বদেশ ডেস্ক::
রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূরের ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭ (যে বাস চাপা দেয়) বাসের মালিক মো. শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। আজ বুধবার তাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি জানান, বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
গত রোববার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। একই ঘটনায় আহত হয় ১০-১৫ জন শিক্ষার্থী।
চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব।
এ ঘটনায় দিয়ার বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন। এ ছাড়া সেদিনের ঘটনায় দুই বাসের নিবন্ধন বাতিল করেছে বিআরটিএ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply