বিশেষ প্রতিনিধিঃ
৭ ম শ্রেণীতে পড়োয়া স্কুলছাত্রী কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বকাটে যুবক আরিফ থানায় অভিযোগের ১ ঘন্টার ভিতর আরিফ কে আটক করে তাহিরপুর থানা পুলিশ।
শনিবারে দুতমা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়, আটক কৃত আসামী দুতমা গ্রামের আশরাফ আলীর ছেলে আরিফ (২৫)। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে বকাটে আরিফ উজান জামালঘরের স্কুলছাত্রীকে প্রেমের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে নিজ বসত ঘরে ধর্ষণ করে।
পরে মধ্যরাতে থাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে মাট্যাইন হাওড়পারে থাকে ফেলে যায় তার মা অনেক খুঁজাখুজির পরে মাট্যাইন হাওড়ের পাড় হতে অসুস্থ অবস্তায় তাকে উদ্বার করে বাড়িতে নিয়ে যায়,
পরে মেয়ের মুখ থেকে বিস্তারিত জেনে বকাটে আরিফের উপড় শনিবারে থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ১ ঘন্টার ভিতরে অভিযান চালিয়ে ধর্ষণ কারী আরিফ কে আটক করে তাহিরপুর থানা পুলিশ।
আটকের সত্যতা স্বিকার করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নন্দন কান্তি ধর বলেন, ধর্ষণকারির বিরুদ্ধে নারীওশিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আ.স্ব./জিএস.ফ.জু
Leave a Reply