1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কানাইঘাটে ব্যাটারিচালিত মিশুক রিক্সার ভাড়া নিয়ে হয়রানীর স্বীকার হচ্ছেন যাত্রীরা স্বাস্থ্য বিভাগের পরিচালক সহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা সম্পন্ন সড়কে পড়ে থাকা বর্জ্য পরিষ্কার করলেন প্রাণ-আরএফএল গ্রুপের কর্মীরা রানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের ৩বছর মেয়াদী নতুন কমিটি গঠন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত শান্তিগঞ্জে বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কোম্পানীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন শান্তিগঞ্জে অস্ত্র দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন

নীতিমালার কঠিন শর্তের আবর্তে নতুন এমপিওভুক্তি

  • আপডেটের সময় : রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ৪১১ বার নিউজটি শেয়ার হয়েছে

আজকের স্বদেশ ডেস্ক::

নতুন এমপিওভুক্তি পেতে নীতিমালার কঠিন শর্তের আবর্তের মুখে পড়তে হবে নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকে। গত ১৪ মে জারি করা ‘জনবল কাঠামোর নীতিমালার’ শর্তগুলোকে ‘নতুন করে বাধা আরোপ’ বলে অভিহিত করেছেন আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার।

 

তিনি গতকাল সাংবাদিকদের বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতির জন্য একমাত্র শর্ত হচ্ছে স্বীকৃতি। আর স্বীকৃতির জন্য ন্যূনতম ১৩ শর্ত। এ ১৩ শর্ত পূরণ করেই এক একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃত পেয়েছিল ২০ বছর, ১৫ বছর ও ১৮ বছর আগে। এখন আবার নতুন করে কিসের শর্ত পূরণ করতে হবে? এখন ঈদের আগে শেষ কার্য দিবসে জনবল কাঠামো জারি করার উদ্দেশ্য মহৎ নয় মন্ত্রণালয়ের।

 

 

গোলাম মাহমুদুন্নবী আরো বলেন, আট বছর ধরে এমপিও বন্ধ রেখে এখন নতুন নতুন শর্তারোপ করা অমানবিক ও অযৌক্তিক। এর অর্থ হচ্ছে, শিক্ষক সমাজের সাথে সরকারের ও শিক্ষা মন্ত্রণালয়ের বিমাতাসুলভ আচরণ। যেটি মোটেই কাম্য নয়। তিনি স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনো রকম শর্তারোপ না করেই, স্বীকৃতিকালীন শর্ত পূরণকে বিবেচনায় নিয়ে এমপিওভুক্তির দাবি জানান।

 

গত ১৪ মে জারি করা ‘জনবল কাঠামো ও এমপিওভুক্তির নীতিমালা-২০১৮’ অনুযায়ী এমপিওভুক্তি পেতে প্রথমে নতুন করে আবেদন করতে হবে। আবেদন কালেই নানা শর্তের বেড়াজাল অতিক্রম করেই আবেদন জমা দিতে হবে। শর্ত পূরণ না হলে আবেদন করার যোগ্যতা থাকবে না প্রতিষ্ঠানের।

 

এর পরই জমাকৃত আবেদনের তথ্য যাচাই-বাছাই করে এমপিও দেয়ার জন্য সুপারিশ করা হবে। এ ক্ষেত্রের আবেদনের শর্ত হিসেবে স্বীকৃতি পাওয়ার সময়, শিার্থী সংখ্যা, পরীার্থী সংখ্যা ও পাবলিক পরীক্ষার ফলাফলের বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে।

এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে এমপিও পেতে প্রধান চারটি শর্ত পূরণ করতে হবে। এগুলোর মধ্যে রয়েছে ১০০ নম্বর। এতে অ্যাকাডেমিক স্বীকৃতির তারিখের জন্য রাখা হয়েছে ২৫ নম্বর। প্রতি দুই বছরের জন্য ৫ নম্বর এবং ১০ বা এর চেয়ে বেশি বছর হলে পাবে ২৫ নম্বর।

 

শির্ক্ষাথী সংখ্যার জন্য ২৫ নম্বর। আর শিার্থীর কাম্যসংখ্যা থাকলে ওই প্রতিষ্ঠান পাবে ১৫ নম্বর এবং এর পরবর্তী ১০ শতাংশ বৃদ্ধির জন্য পাবে ৫ নম্বর। পরীার্থী ও উত্তীর্ণের সংখ্যায়ও শিার্থী সংখ্যার মতোই একইভাবে নম্বর বণ্টন করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, একটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি পেতে কাম্য শর্তাদি অবশ্যই পূরণ করে যথাযথ কর্তৃপরে মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

 

 

কাম্য যোগ্যতা পূরণ করতে নীতিমালা অনুযায়ী সহশিা ও বালক প্রতিষ্ঠানের জন্য একটি নিন্মমাধ্যমিক বিদ্যালয়ে শহরে ২০০ ও মফস্বলে ১৫০ জন শিক্ষার্থী থাকতে হবে। মাধ্যমিকে শহরে ৩০০ ও মফস্বলে ২০০ শিক্ষার্থী থাকতে হবে। স্কুল অ্যান্ড কলেজে শহরে ৪৫০ ও মফস্বলে ৩২০ জন শিক্ষার্থী থাকতে হবে। উচ্চমাধ্যমিক কলেজে শহরে ২০০ ও মফস্বলে ১৫০ জন শিক্ষার্থী থাকতে হবে। স্নাতক পাস কলেজে শহরে ২৫০ ও মফস্বলে ২০০ শিক্ষার্থী থাকতে হবে। আর প্রতিটি শ্রেণীর পরীায় শহরে ৬০ ও মফস্বলে ৪০ জন শিক্ষার্থীর অংশ নিতে হবে। এর মধ্যে ৭০ শতাংশ শিক্ষার্থীকে উত্তীর্ণ হতে হবে।

 

 

নতুন ‘জনবল কাঠামো ও এমপিওভুক্তির নীতিমালা-২০১৮’- উপরোক্ত পূরণ করতে গেলে বর্তমানে সারা দেশে এক শ’র বেশি শিক্ষাপ্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাবে না বলে সংশ্লিষ্টরা জানান। নতুন নীতিমালার শর্তপূরণ করতে গেলে আন্দোলনরত অনেক নন-এমপিও শিাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির আবেদন করারই যোগ্যতাই নেই।

 

 

জানা গেছে, প্রস্তাবিত বাজেটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য ১৫ হাজার কোটি রাখা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এ বরাদ্দ থেকে এমপিওভুক্ত শিকদের বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্টে দিতে ৪০০ কোটি টাকা, বৈশাখী ভাতার জন্য ১৮৬ কোটি টাকা এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে। সরকার রাজনৈতিক কৌশলগত কারণে প্রস্তাবিত বাজেটে বিষয়টি স্পষ্ট করা হয়নি।

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী বছরে শিক্ষকদের জন্য উপহার হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তাই প্রস্তাবিত বাজেটে এ তিনটি খাতের কথা অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেননি।

 

 

সারা দেশে এমপিদের চাপ এবং আগামী সংসদ নির্বাচন সামনে রেখে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে নির্বাচনী আসন গুরুত্ব দেয়া হবে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরে জাতীয় সংসদের আসন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে। সে ক্ষেত্রে সংসদীয় আসন প্রতি তিনটি করে মোট ৯০০ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হতে পারে বলে জানা গেছে। এর বাইরে বিশেষ ও অগ্রাধিকার ক্যাটাগরিতে আরো ১০০ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি হবে।

 

 

এ দিকে আগামী অর্থবছরের বাজেটে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আলাদা করে কোনো নির্দেশ না থাকায় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা গত বাজেট উপস্থাপনের পরের দিন ৭ মে থেকে আবারো আন্দোলনে নামেন। শিক্ষকদের আন্দোলনের মধ্যেই গত ১৪ জুন ঈদের আগের শেষ কর্মদিবসে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ জারি করা হয়।

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিা বিভাগের সচিব সোহরাব হোসাইন ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, একসাথে সব প্রতিষ্ঠান এমপিও করাও সম্ভব নয়। এ জন্যই শর্তসাপেে এমপিও দিতে এমপিও নীতিমালা-২০১৮ জারি করা হয়েছে। এমপিওভুক্তির আওতায় আসতে হলে নীতিমালার শর্তগুলো পূরণ করতে হবে।

 

 

 

 

 

 

 

নীতিমালা না করে কোনো কাজ করতে গেলেই নানামুখী চাপে পড়তে হয়। তিনি বলেন, নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বাজেটে একসাথে এত চাপ সহ্য করা সম্ভবও নয়।

 

এমপিওর দাবিতে পুনরায় আন্দোলন শুরুর পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বেসরকারি শিাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি নিয়ে কাজ চলছে। এ নিয়ে শিকদের আন্দোলনের প্রয়োজন নেই। তিনি বলেন, বাজেটে অনেক বিষয়ে উল্লেখ করার প্রয়োজন নেই। শিা মন্ত্রণালয়ের জন্য যে থোক বরাদ্দ দেয়া হয়েছে, তা থেকে এমপিওভুক্ত করা হবে অর্থমন্ত্রীর সাথে কথা বলে। এতে কোনো সমস্যা হবে না।

 

 

শিক্ষামন্ত্রীর এ বক্তব্যের পর অর্থমন্ত্রী গত সপ্তাহে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আরো এক হাজার শিাপ্রতিষ্ঠান নতুন করে এমপিওভুক্ত করা হবে। এ জন্য বাজেটে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। তিনি আরো বলেন, এমপিও একটি নিরর্থক কর্মসূচি। এটি শিকদের খুশি করার জন্য দেয়া হয়। স্কুলের ও শিক্ষার উপকার হয় না।

 

 

জানা যায়, বর্তমানে সরকার স্বীকৃত নন-এমপিও স্কুল, কলেজ ও মাদরাসার সংখ্যা পাঁচ হাজার ২৪২টি। এই প্রতিষ্ঠানগুলোতে ৮০ হাজারের ওপর শিক-কর্মচারী চাকরি করছেন। দীর্ঘ দিন বিনা বেতনে চাকরি করছেন, এমপিও আশায়। এতে করে অনেকেরই চাকরির বয়সও শেষ হয়ে গেছে।

 

 

 

আজকের স্বদেশ/তুহিন

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2022 আজকের স্বদেশ
Design and developed By: Syl Service BD