
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ফারুক মিয়া (৪৫) নামের নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।
আজ রোববার সকালে বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত ফারুক আহমদ পুরান মইশাপুর গ্রামের মৃত আব্দুস সত্তার মাষ্টারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে স্থানীয় জালালপুর-কাঞ্চনপুর রাস্তার পাশের নিজ দোকান থেকে বাড়ী ফেরার পথে তিনি নিখোঁজ হন।
এদিকে, শনিবার সকালে এলাকার হাইটমারা বিলের পাশে তার পরনের ব্যবহৃত জুতা ও ছেড়া লুঙ্গি পাওয়া গিয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি জানিয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
Leave a Reply