স্পোর্টস ডেস্ক::
তিন মিনিটে দুই গোল পেল বেলজিয়াম-তিউনিসিয়া। হ্যাজার্ডের পর বেলজিয়ামের হয়ে দ্বিতীয় গোলটি করেন লুকাকু। লুকাকু গোল দিতে না দিতেই তা পরিশোধ করে দেন তিউনিসিয়ার ব্রুন।
বেলজিয়াম ২-১ তিউনিসিয়া।
খেলার ১৮ মিনিটে গোল করেন তিউনিসিয়ার দাইলান ব্রুন।
১৬ মিনিটে গোল করে বেলজিয়ামের ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু। রাশিয়া বিশ্বকাপে দুই ম্যাচে লুকাকুর তৃতীয় গোল।
খেলার ৬ মিনিটের মাথায় পেনাল্টি পায় বেলজিয়াম। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন হ্যাজার্ড।
মস্কোয় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বেলজিয়াম ও তিউনিসিয়া। ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে জায়ান্ট ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগেই তিউনিসিয়ার বিপক্ষে জয় দিয়ে শেষ ষোলো নিশ্চিত করতে চায় রেড ডেভিলসরা।
এবারের আসরের সবচেয়ে প্রতিভাবনা দলগুলোর একটি বেলজিয়াম প্রথম ম্যাচে পানামার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে শুভসূচনা করেছে।
‘জি’ গ্রুপের এ ম্যাচে জয় পেলেই নক আউট পর্ব নিশ্চিত হয়ে যাবে হ্যাজার্ড-লুকাকুদের। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় চাই তিউনিসিয়ারও।
এর আগে তিনবার মুখোমুখি হয়েছে বেলজিয়াম ও তিউনিসিয়া। ১৯৯২ সালের প্রথমবারের দেখায় ২-১ গোলে জিতেছিল তিউনিসিয়া। আর ২০০২ সালের বিশ্বকাপে দ্বিতীয় দেখায় ১-১ গোলের ড্র নিয়ে ম্যাচ শেষ হয়। সর্বশেষ ২০১৪ সালে ১-০ গোলে জয় পেয়েছিল বেলজিয়াম।
বেলজিয়াম একাদশ : কর্তোয়া, অ্যাল্ডারওয়েরল্ড, বোয়াটা, ভারটংঘেম, মুনিয়ার, উইটসেল, ডি ব্রুয়েন, কারাসকো, মার্টেনস, এডিন হ্যাজার্ড, লুকাকু
তিউনিসিয়া একাদশ : বেন মুস্তাফা (গোলরক্ষক), ইয়াসিন মেরিয়াহ, সিয়াম বিন ইউসুফ, আলি মালোল , দাইলান ব্রুন, ফেরজানি সাসি, ইলিয়াস এসখিরি , আনিস বদ্রি, ফখরুদ্দিন বিন ইউসুফ, খাওউই, ওয়াহবি খাজরি।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply