পঞ্চগড় প্রতিনিধি::
পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে বন্ধের ৯ দিন পর অবশেষে পঞ্চগড়ে তেতুলিয়ার বাংলা বান্ধা স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়ছে। আজ শনিবার (২৩ জুন) থেকে বন্দরে সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানান।
জলো আমদানী-রপ্তানীকারক অ্যাসোসয়িশেনরে সভাপতি মেহেদি হাসান খান বাবলা বলেন ,পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ থাকার পর গত মঙ্গলবার (১৯ জুন) বন্দররে আমদানী-রপ্তানী শুরু হওয়ার কথা থাকলেও আজ শনিবার থেকে কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে ঈদুর-ফিতর উপলক্ষে মঙ্গলবার (১২ জুন) বন্দররের সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যযক্রম ৭ দিনের বন্ধ ঘোষণা করা হয়। তবে আমদানী-রপ্তানী ছাড়া ইমগ্রিশেনসহ সকল ব্যবস্থা চালু ছলি।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply