সংবাদ বিজ্ঞপ্তি::
জাতীয় অনলাইন নিউজ পোর্টাল দেশ দিগন্তের উদ্যোগে প্রথম দফায় গত ১৯ জুন দুপুর ও বিকালে কুলাউড়া হাজিপুরে ৫ ও ৬ নং ওয়ার্ডের প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছিলো স্হানীয় আলিপুর ও পাইক পাড়া বাজারে ।
দ্বিতীয় দফায় (২১জুন) মঙ্গলবার বিকালে ৮ ও ৯ নং ওয়ার্ডের বন্যা কবলিদের মাঝে প্রায় ৩০০ শ জনের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয় স্হানীয় পিরের বাজারে ।ত্রান সামগ্রী বিতরনে সর্বান্তক সহযোগিতা করেন উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির ।
ত্রান বিতরনের সময় উপস্হিত ছিলেন সমাজসেবক মফসিল হোসেন কুতুব, সাবেক মেম্বার নূর আহমদ চৌ.,মুনিম আহমদ,আব্দুল ওয়াদুদ চৌ., কেরামত আলী, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান,সমাজ সেবক ফজলুল হক,মফজ্জিল হোসেন,আখলিবুর রেজা,আনু মিয়া, যুবদল নেতা সামসুল ইসলাম সামাদ, ছাত্রদল নেতা আতাউর রহমান বাবু, আফজাল হোসেন,তােফায়েল চৌধুরী,জুনাব আলী ,বদরুজ্জামান তালুকদার লিমন , মুনতাকিম ফাহিম প্রমুখ ।
উল্লেখ্য দেশদিগন্তের সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু’র অর্থায়নে ,জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি কুয়েত’র সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী হাজী জোবায়ের আহমেদ,বিশিষ্ট ব্যাবসায়ী ফয়জুল হক, বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুর রব ও জালালাবাদ স্পোটিং ক্লাবের সভাপতি মো: শওকত আলীর সার্বিক সহযোগিতায় হাজীপুর ইউনিয়নে চারটি ওয়ার্ডে সর্বোচ্চ প্রায় ৫০০ শ জনকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
তার মধ্যে ৫ ও ৬ নং ওয়ার্ডে প্রায় ১৭০পজন কে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ২ কেজি ডাল ও ১ লিটার একটি তৈল দেওয়া হয়, ২১ জুন স্হানীয় পিরের বাজারে ৮ ও ৯ নং ওয়ার্ডে প্রায় তিন শ ত্রিশ জনের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল ১ টি তৈল ত্রান সামগ্রীর মধ্যে রাখা হয় ।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।