জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নে বালিশ্রী ফাইভ স্টার সমাজ কল্যান সংস্থার প্রতিষ্টাতা সাধারন সম্পাদক ও সাবেক এবং সদ্য দায়িত্ব পাওয়া সভাপতি জুনেদ আহমদ এর মানহানির উদ্দেশ্যে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সাধারণ ডায়েরীর প্রতিবাদে বালিশ্রী ফাইভ স্টার সমাজ কল্যান সংস্থার উদ্যোগে আজ শুক্রবার বেলা ৪টায় বালিশ্রী গ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বালিশ্রী ফাইভ স্টার সমাজ কল্যান সংস্থার সদ্য সাবেক সভাপতি হাফিজুর রহমান মন্তশিরের সভাপতিত্বে ও ফাইভ স্টার সমাজ কল্যান সংস্থার সদ্য সাবেক সাধারন সম্পাদক সবুজ আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বালিশ্রী ফাইভ স্টার সমাজ কল্যান সংস্থার প্রতিষ্টাতা সভাপতি ও সদ্য ঘোষিত কমিটির সাধারন সম্পাদক ও রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুমন হোসাইন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বালিশ্রী ফাইভ স্টার সমাজ কল্যান সংস্থার সহ সাংগঠনিক সম্পাদক দুলন আহমদ,সদস্য জাহেদ আহমদ,মো ফরহাদ আহমদ, মো নাহিদুল ইসলাম, মো তাহমিদুল ইসলাম, মো তামিম আহমদ,মো আলি হোসেন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুমন হোসাইন বলেন,বালিশ্রী ফাইভ স্টার সমাজ কল্যান সংস্থার প্রতিষ্টাতা সাধারন সম্পাদক ও সাবেক এবং সদ্য দায়িত্ব পাওয়া সভাপতি জুনেদ আহমদ’র মানহানির উদ্দেশ্যে যে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সাধারণ ডায়েরী করা হয়েছে,এ ডায়েরী প্রত্যাহারের দাবী জানাই।তিনি বলেন,আমরা এক সাথে ২৮টি বছর পার করার পরেও যার বিরুদ্ধে কোনো অন্যায় কাজ,বাজে আচরন পাইনি তার বিরুদ্ধে এই সাধারন ডায়েরী নেহায়েত উদ্দেশ্যপ্রনিত।
এই মিথ্যা সাধারণ ডায়েরীর প্রত্যাহার না করা হলে বালিশ্রী ফাইভ স্টার সমাজ কল্যান সংস্থা পক্ষ কঠোর আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে।সভাপতি তার বক্তব্যে আরো বলেন, চলতি মাসের মধ্যে মানহানির উদ্দেশ্যে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সাধারণ ডায়েরী প্রত্যাহারের করতে হবে।তা না হলে সুশিল সমাজও বালিশ্রী ফাইভ স্টার সমাজ কল্যান সংস্থা এবং এলাকার নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দেওয়া হবে।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।