আজকের স্বদেশ ডেস্ক::
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া-কাছিয়ারপাড় সন্দ্বীপ নৌ-ঘাটটি (ফেরিঘাট) রাজার ঘাট নামে পরিচিত। গত কয়েক বছর ধরে এই ঘাটটিকে বীচ এলাকা ঘোষনা করেছে আবুল কাসেম রাজা। শিল্পপতি এই রাজা নিয়মনীতির কোন তোয়াক্কা না করে ফেরিঘাটে আসা দর্শনার্থীদের কাছ থেকে নিচ্ছে চাঁদা। প্রতিবাদ করারও কোন সুযোগ নেই।
নারায়নগঞ্জ থেকে এই সমুদ্র সৈকতে বেড়াতে আসা নয় শিক্ষাথী গোসল করতে নেমে নিঁখোজ হয় দুই শিক্ষার্থী। ২৪ ঘন্টা চেষ্ঠা চালিয়ে শুক্রবার বিকেলে উদ্ধার করা হয় ওই ছাত্রদ্বয়ের লাশ। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো, নারায়ণগঞ্জ জেলার সিদ্বিরগঞ্জ থানার বাগমারা গ্রামের মো. খোকনের ছেলে কলেজ ছাত্র মো. ইমন (১৯)। সে সিদ্ধিরগঞ্জ রৌশনআরা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়ে। তার খালাতো ভাই মো. রাজু (১৫)। সে এবারের এসএসসি পরিক্ষার্থী। সে গাজীপুর জেলার জয়দেবপুর থানার কাশীমপুর গ্রামের মো. মহসিনের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে আসা ৯ ছাত্রের একটি দল সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সাগর উপকূলে বেড়াতে যায়। তারা ঘুরতে ঘুরতে স্থানীয় ঘাটের ইজারাদার রাজা কাশেমের তত্ত্বাবধানে থাকা একটি লোহার জেটিতে বেড়ানোর এক পর্যায়ে বিকাল পৌনে ৩টায় সাগরে গোসল করতে নামেন। কিন্তু সেসময় সাগরে ভাটার প্রবল টান থাকায় ৮ জনই ভেসে যেতে থাকেন।
কিন্তু তিন জন কোনোক্রমে কূলে এসে অন্যান্য পর্যটকদের সহযোগিতায় ভেসে যেতে থাকা আরো ৩ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করলেও ২ ছাত্র ইমন ও রাজু ভেসে যান।
খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর সেখানে উপস্থিত হয়ে প্রশাসনের সংশ্লিষ্টদের খবর দিলে সীতাকু- ফায়ার সার্ভিস, থানার কর্মকর্তারা, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)সহ অন্যান্যরা সেখানে ছুটে যান। সীতাকু- ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ছয়জন ডুবুরি উদ্ধার কাজ চালায়।
বৃহস্পতিবার রাতে উদ্ধার কাজ বন্ধ করে শুক্রবার বিকেল ২টার পর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আবার উদ্ধার কাজ শুরু করে। বিকেল ৩টার সময় প্রথমে রাজ এর মৃতদেহ ও ৫টার দিকে ইমনের এর মৃত দেহ সাগর থেকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয় কর্মকর্তারা।
এদিকে শুক্রবার বিকেলে সাগর থেকে উদ্ধার করে ইমন ও রাজ এর মরদেহ বাঁশবাড়িয়া সাগর উপক’লে নিয়ে আসা হলে তখন তাদের পিতা মাতাসহ আত্নীয় স্বজনদের আহজারীতে পুরো পরিবেশ ভারী হয়ে উঠে।
ইমন ও রাজ এর বন্ধু আরিফ বলেন, আমার নয় বন্ধু বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সীতাকুণ্ডের বিভিন্ন পর্যটন স্পর্ট দেখতে আসি। ওইদিন সকালে চন্দ্রনাথ মন্দির ও ইকোপার্ক দেখে বিকেলে বাঁশবাড়িয়া সমুত্র সৈকতে আসি। আমি আমার অপর বন্ধুদের কাপড় ও মোবাইল নিয়ে সৈকতের পাড়ে ছিলাম। আট বন্ধু সৈকতে গোসল করতে নামে।
এদের মধ্যে ৫জন সৈকতের ভাটার টানে ভেসে যেতে ছিলো। ৩জনকে স্থানীয়ীরা উদ্ধার করতে পারলেও অপর বন্ধু যখন ইমন ও রাজ সৈকতে ভাটার টানে তলিয়ে যায়। এসময় ঘাটে দর্শনার্থীদের কাছ থেকে চাঁদা তুলছিলো রাজা কাসেমের নিয়োজিত দুই ব্যক্তি। তাদেরকে কান্নাকাটি করে অনেক অনুনয় বিনয় করে শ্রেুাতে ভেসে যাওয়া বন্ধুদের উদ্ধারের জন্য সহযোগীতা ছেয়েও কোন সহযোগীতা পায়নি।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর বলেন, যে ঘাটে দুর্ঘটনা ঘটেছে সে ঘাট পরিচালনা করেন স্থানীয় ব্যবসায়ী এমএ কাসেম (রাজা)। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এখানে সারাবছর কমবেশি দর্শনার্থীর আগমন হয়। এ সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ী রাজা কাসেম এখানে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করে দর্শনার্থীদের সাগরে নিয়ে যেতে উৎসাহিত করেন এবং টাকার বিনিময়ে (টিকিট) জেটিতে বেড়ানোর সুযোগ করে দেন।
তার ঐ ঘাটে বেড়াতে গিয়ে গোসলে নেমে বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে ইন্টারের ছাত্র ইমন ও মাধ্যমিকের ছাত্র রাজসহ ৮ জন ভেসে যাচ্ছিলেন। তাদের মধ্যে তিনজন নিজে নিজে উঠে আসে এবং অন্যদের সাহায্যে সজীব, আরিফ ও আহাদ নামক আরো তিনজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সীতাকু- হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অসুস্থ বোধ করায় আরো একজনকে হাসপাতালে পাঠানো হয়। এদের সবার বয়স ১৮ থেকে ২০ এর মধ্যে। নিখোঁজ ইমন ও রাজ আপন খালাতো ভাই।
সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান বলেন, ভাটার মধ্যে সৈকতে গোসল করতে নামলে ভাটার টানে ভেসে গেছে। শুক্রবার বিকেলে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধার করতে সক্ষম হন।
সীতাকুণ্ড ইউএনও তারিকুল আলম আরো বলেন, এ ঘটনার পর জেলা প্রশাসক মহোদয় বাঁশবাড়িয়া ঘাটে পর্যটকদের পানিতে নামা সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন।
ঘাটের ইজারাদার রাজা কাসেমের বক্তব্য ঘাটের ইজারাদার এম এ কাসেম রাজা বলেন, প্রভাবশালী একটি শিল্পপতিষ্ঠান অবৈধভাবে সৈকতে ড্রেজিং করে মাঠি উত্তোলনের কারণে এই দূর্ঘটনা ঘটেছে। তারা জেলা পরিষদের ঘাটটি দখল করতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি লিখিত ভাবে সরকারি সকল দপ্তরে বিষয়টি জানিয়েছি।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply