স্পোর্টস ডেস্ক ::
শেষ বাঁশি বাজার সাথে সাথে উত্তেজিত কোচ হোর্হে সাম্পাওলি চলে গেলেন ডাগ আউট ছেড়ে। কি সব বলতে বলতে রাগে গড়গড় করে হাঁটতে লাগলেন ড্রেসিং রুমের দিকে। এক স্বেচ্ছাসেবক তার সামনে পড়লো, ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিয়ে চলে গেলেন আর্জেন্টাইন বস। খেলার দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যখন আর্জেন্টিনা দল ছন্নছাড়া হয়ে যায়, তখন থেকেই দেখা গেছে উত্তেজিত সাম্পাওলি। ডাগআউটের এ মাথা থেকে ও মাথা শুধু হেঁটেছেন, আর শীর্ষদের ধমকের সুরে কি সব বলেছেন।
গ্যালারি আকাশী সাদা সমুদ্রের তখন অশ্রুর বান। হতাশ এক বালক কান্নায় ভেঙে লুটিয়ে পড়লো তার পাশে থাকা বয়স্ক লোকটির গায়ে। হয়তো বাবা বা অন্য কোন অভিভাবকের কাছে সান্ত্বনা পেতে চাইলো, নয়তো লজ্জায় মুখ লুকালো। পুরো গ্যালারিতেই একই অবস্থা। যেখানেই ক্যারে ধরা হলো সবার মুখ মলিন। কেউ আফসোসের সুরে বিলাপ বকছেন, কেউ কাঁদছেন। এ যেন শোকের সাগর। হাজার হাজার আর্জেন্টাই সমর্থক যেন সবাই ভাষা হারিয়ে ফেলেছেন।
কে কাকে সান্ত্বনা দেবেন? সবারই তো একই কথা। কী হয়ে গেল? একি সত্যি? হয়তো কেউ গায়ে চিমটি কেটেও দেখে থাকবেন -এটা কি স্বপ্ন নাকি সতি? এই পরাজয়ের পর আর্জেন্টির বিশ্বকাপ ভাগ্যই ঝুলে গেল।
শেষ ম্যাচে জিতলেও দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে কিনা তার ঠিক নেই। অবশ্য পারফরম্যান্সের যা হাল, নাইজেরিয়ার বিপক্ষে জেতার কথাও জোর দিয়ে বলা যায় না।
অবশ্য মাঠ ও গ্যালারির আরেক প্রান্তে তখন উৎসবের বান এসেছে। তবে দর্শক সংখ্যা ক্রোয়েশিয়ার অংশটা তত ভারী নয়, যতটা আর্জেন্টিনার। তাই পুরো স্টেডিয়ামকেই যেন ছুয়ে গেল শোকের আবহ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply