আজকের স্বদেশ ডেস্ক::
জাতীয় পার্টির (এরশাদ) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, একজন সাবেক সেনাপ্রধানের স্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার উচিত সিএমএইচে চিকিৎসা নেয়া। তিনি বলেন, তার চিকিৎসা নিয়ে যেসব নাটক মঞ্চস্থ হচ্ছে তার অবসান হওয়া উচিত।
তিনি আজ শুক্রবার (২২ জুন) জুমার নামাজের আগে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
এরশাদ অভিযোগ করেন, তিনি যখন জেলখানায় বন্দি ছিলেন তখন তাকে কোনো চিকিৎসাই দেয়া হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, বিরোধী দলীয় হুইপ শওকত আলী এমপি, রংপুর জেলা সেক্রেটারি ফখরউজ্জামান জাহাঙ্গীর প্রমুখ।
আজকের স্বদেশ/তুহিন
Leave a Reply