মোঃ তাজুদুর রহমান::
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন – আদমপুর এলাকায় মণিপুরী মুসলিম সুশীল সমাজ ও শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দীক( রাঃ) ফাউন্ডেশন এর যৌথ উদ্যােগে।
আজ ২২ জুন শুক্রবার সকাল ১০ ঘটিকায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে গ্রামীনব্যাংক অফিসের সামনে তরুণ সমাজ সেবক (বামডো)এর বর্তমান সমাজ কল্যান সম্পাদক হাফেজ শফিকুর রহমান এর পরিচালনায় ত্রান (খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়।
আদমপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্দরগাঁও, কান্দিগাঁও, ঘোড়ামারা, নাজাতকোনা, কান্দিগাঁও, পশ্চিম কান্দিগাঁও, জালালপুর, পশ্চিম জালালপুর, কেওয়ালী ঘাট, হোমের জান ও দক্ষিণ তিলকপুরসহ এ কয়েকটি এলাকায় প্রায় দেড়শ পরিবারের মাঝে ত্রাণ খাদ্য সামগ্রী, চাউল, আলু, লবন, তেল, পেয়াঁজ বিতরণ করা হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা নুরুল মুক্তাকিন জুনায়েদ ছাহেব জাদায়ে মাধবপুরী (রাঃ) এসময় শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দীক( রাঃ)ফাউন্ডেশন চেয়ারম্যান মাওলানা ইমদাদুল হক নোমান, বিশিষ্ট সমাজ সেবক ডা. কাইয়ুম উদ্দিন, মুফতি খুবাইব আহমদ জাহাঙ্গীর,মনিপুরী মুসলিম সমাজের ইতিবৃত্ত বইয়ের লেখক মো: আব্দুস সামাদ, ব্যবসায়ী হাজী ফয়েজ উদ্দিন, হাজী নুরুল ইসলাম, নোমান আহমেদ প্রমুখ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply