আজকের স্বদেশ ডেস্ক::
বাবার কাছে মোটরসাইকেল চেয়ে না পেয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন এক যুবক। বুধবার (২০ জুন) সন্ধ্যায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোস্তাকিম হোসেন দুখু (১৮)। সে উচনা ঘোনাপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত দুখু তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বাবার কাছে মোটরসাইকেল চাইলে তার বাবা মোটরসাইকেল না দেয়ায় সে অভিমানে বিষ পান করে।
পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।