আজকের স্বদেশ ডেস্ক::
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে এক মেয়র প্রার্থীসহ আরো ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২১ জুন) মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই দিনে সংরক্ষিত কাউন্সিলর পদে চারজন এবং সাধারণ কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে তিন পদে মোট ২১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ পর্যন্ত মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৫১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মেয়র পদে এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেন এহসানুল হক তাহের, এহসানুল মাহবুব ফেরদৌসী জুবায়ের, মুক্তাদির আহমদ এবং বিএনপি নেতা আব্দুল কাইযুম জালালী পংকী।
সিসিক নির্বাচন সোমবার (৩০ জুলাই) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৮ জুন) পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই রোববার-সোমবার (০১ ও ০২ জুলাই) ও প্রত্যাহার সোমবার (৯ জুলাই)।
আজকের স্বদেশ/তুহিন
Leave a Reply