স্পোর্টস ডেস্ক::
গত বুধবার রাতে ইরানকে ১-০ গোলে হারিয়ে অনেকটাই স্বস্তিতে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। তবে সেই ম্যাচে মিডফিল্ডার ইসকোর ‘পাখি বাঁচানো’র ঘটনা এখন আলোচিত ঘটনা।
ওই ম্যাচে এক চড়ুই পাখি বাঁচিয়েছেন তিনি। ম্যাচের প্রথমার্ধে মাঠেই একটি আহত পাখিকে দেখেন ইসকো। খেলার মাঝেই সেই পাখি বাঁচাতে এগিয়ে যান তিনি।
প্রথমে ধরতে না পারলেও দ্বিতীয়বারের চেষ্টায় পাখিটিকে ধরে ফেলেন। পরে মাঠের সাইডলাইনের দিকে চলে যান ইসকো। নিরাপদ জায়গায় পাখিটিকে রেখে খেলায় ফেরেন।
ইসকোর পাখি বাঁচানোর সেই দৃশ্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা তার প্রশংসা করছেন।
বর্তমান ফুটবলার থেকে শুরু করে সাবেক অনেক খেলোয়াড়েরাও পাখিকে বাঁচানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করে ইসকোর এই মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছেন।
ক্রিকেটাররাও তাকে সাধুবাদ জানিয়েছেন। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও ইসকোর এই ঘটনায় টুইট করেছেন। তিনি লিখেছেন, স্প্যানিশ ফুটবলার ইসকো মাত্রই এক আহত পাখিকে বাঁচালো। তার জন্য সম্মান রইল অনেক।
আজকের স্বদেশ/তুহিন
Leave a Reply