পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। (১৮ জুন) সোমবার বিকেলে বোদা উপজেলার চিলাহাটি ইউনিয়নের বদেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ওই শিশুর বাড়ী বোদা উপজেলার চিলাহাটি ইউনিয়নের বদেশ্বরী এলাকায়। সে স্থানীয় বদেশ^রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে। ঘটনার পর থেকেই ধর্ষক পলাতক রয়েছে। ওই রাতে শিশুর বাবা মকরেব আলী বাদি হয়ে ধর্ষণের অভিযোগে ধর্ষকে আসামী করে বোদা থানায় একটি মামলা দায়ের করেন। আসামী বোদা উপজেলার চিলাহাটি ইউনিয়নের বদেশ^রী এলাকার আছর আলীর ছেলে ইদ্রিস আলী (১৮)।
পুলিশ (১৯ জুন) মঙ্গলবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জেলার বোদা উপজেলার বদেশ্বরী এলাকার ওই শিশুটির ভাই রশিদুল ছোট বোনকে আম বাগানে পাহারা দিতে পাঠালে লম্পট ইদ্রিস আলী বাড়ীর পাশে আম বাগানে শিশুটিকে মুখ চিপে ধরে জঙ্গলে নিয়ে যায়। শিশুটি চিৎকার করলে লম্পট ইদ্রিস শিশুটিকে মেরে ফেলার ভয় দেখিয়ে মুখে কাপড় গুজে দিয়ে ধর্ষণ করে।
কান্না জড়িত কন্ঠে শিশুটি বাড়িতে এসে তার মাকে সব কথা খুলে বলে। রাতেই বাবা ও ভাই শিশুটিকে নিয়ে বোদা থানায় আসে। বোদা থানায় ওই রাতে শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষনের মামলা দায়ের করে।
বোদা থানার অফিসার ইনচার্জ একেএম নুরুল ইসলাম জানান, বদেশ্বরী এলাকায় শিশু ধর্ষণের খবর পেয়ে তাৎক্ষনিক ঐ এলাকায় আসামীকে ধরতে তল্লাশী চালাই। রাতেই শিশুরটির বাবা বাদী হয়ে বোদা থানায় ধর্ষনের মামলা দায়ের করে। আমরা আসামীকে গ্রেফতারের চেষ্টা জোর তৎপর চালাচ্ছি।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply