বিশেষ প্রতিনিধি::
কুলাউড়া উপজেলার সুনামধন্য সামাজিক সংগঠন “এভারগ্রীণ হাজীপুর ” এর আয়োজনে বন্যাকবলিত হাজীপুর ইউনিয়নের মনু,ইসমাইলপু, মাথাবপুর গ্রামের প্রায় শতাধিক পরিবারের মাঝে লন্ডন প্রবাসি মোছা: মরিয়ম অাক্তার(স্বামি মা: হুনাইন) এর অর্থায়নে আজ বৃহ:বার ত্রাণ বিতরণ করা হয়।এনিয়ে এভারগ্রীণ পরিবার টানা পঞ্চম বারের মতো ত্রাণ সামগ্রী বিতরন করে।
এভারগ্রীণ হাজীপুর এর সাধারন সম্পাদক জানান যে “এভারগ্রীণ হাজীপুর ” হাজীপুর ইউনিয়নের মানুষের জন্য সর্বদা কাজ করে যাওয়ার জন্য প্রতিশ্রুতি বদ্ধ আছে।
সমাজের সকলের সহযোগিতায় এগিয়ে যেতে চায় উক্ত সংগঠন।পরবর্তীতে তারা বন্যার্তদের জন্য অন্য কর্মসূচী হাতে নেয়ার চিন্তা করতেছেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply