আজকের স্বদেশ ডেস্ক::
জয়পুরহাটের কালাই উপজেলায় ফুটবল খেলতে গিয়ে মাসুদ রহমান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে রোয়াইর দিঘীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার রোয়াইর দিঘীপাড়া গ্রামের সুরুজজ্জানের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাসুদ অন্য যুবকদের সঙ্গে বাড়ির পাশে মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ করে ফুটবলটি বুকে লেগে মাটিতে পড়ে য়ায় মাসুদ। পরে তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply