আজকের স্বদেশ ডেস্ক::
নেশার টাকা না পেয়ে আত্মহত্যা করেছে শফিক (২০) নামের এক যুবক। আজ বুধবার সাভারের আমিনবাজারের এই ঘটনা ঘটে। নিহত যুবক স্থানীয় আবু তালেবের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের কাছে নিহত যুবক নেশার টাকা চাইলে পরিবার তা দিতে অপারগতা প্রকাশ করে। পরে দুপুরে নেশার টাকা না পেয়ে ঘরে আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে শফিক।
সাভার মডেল থানা ও আমিনবাজার ফাঁড়ির ইনচার্য এসআই জামাল বলেন- যুবকটি নেশা গ্রস্ত ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নেশা করতে না পারায় ওই যুবক আত্মহত্যা করেছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply