শেখ সাহেদ আহমদঃ
বন্যা কবলিত মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমূখ ইউনিয়নের মনুমূখ বাজার শেওইজুরি এলাকার লোকজনের মাঝে ত্রান বিতরন করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে মনুমূখ বাজারে ত্রান বিতরন করেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,এ সময় উপস্থিত ছিলেন ২নং মনুমূখ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হক শেফুল,ইউ/পি সদস্য মহসিন মিয়া,আমিরুল ইসলাম সাহেদ,মোঃ শাহ আলম,রিপন মিয়া,ইলিয়াছ কবির শাহিন,শেখ সাহেদ,কয়েছ মিয়া,মোঃ শেজিম প্রমূখ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply