1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
হেড লাইন
কোম্পানীগঞ্জে শাহিন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে প্রতিপক্ষের দেওয়া আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন থানায় অভিযোগ দায়ের কোম্পানীগঞ্জে বাবলুর রহস্যজনক মৃত্যু: তদন্তের দাবিতে প্রতিবাদ সভা সুনামগঞ্জের জনপ্রিয় শিল্পী পাগল হাসানসহ সড়ক দূর্ঘটনায় ২ নিহত, আহত ৩ কানাইঘাটে সর্বজন শ্রদ্ধেয় ইফজালুর রহমানের দাফন সম্পন্ন ॥ বিএনপি নেতৃবৃন্দের শোক বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপি ও বার্মিংহাম সিটি বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে কানাইঘাটে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে আগুনে সাতটি ঘর, গরু ও গোলার ধান পুড়ে ছাই ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত যোগ্য ইমাম ও খতিব হিসেবে ক্কারী সাইদুল ইসলাম’কে সম্মাননা স্মারক প্রদান

পর্যটক শুন্য মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো

  • Update Time : মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮
  • ৮৪৮ শেয়ার হয়েছে

মোঃ বায়েজিদ হোসেন

প্রাকৃতিক সৌন্দর্য্যের অপরুপ নীলাভুমি মৌলভীবাজার ৷ চা-বাগান, নদী ,পাহাড় ,ঝর্ণা ;লেক, বন কি নেই এখানে ? ভ্রমন পিয়াসী মানুষের দেশের অভ্যন্তরে ভ্রমনে সবার প্রথম পছন্দ থাকে মৌলভীবাজার ৷

তাই তো সাধারণত ঈদ বা বিভিন্ন সরকারী ছুটির সময় এ জেলার পর্যটন এলাকা গুলিতে থাকে দর্শনার্থীদের উপছে পড়া ভীড় ৷ এ জেলার প্রধান প্রধান পর্যটন আকর্ষনীয় স্পট হল মাধবকুন্ড জলপ্রপাত , মাধবপুর লেক,লাউয়াছড়া জাতীয় উদ্যান , হাকালুকি হাওর, চা-বাগান ও অতি সাম্প্রতিক দর্শকপ্রিয়তা অর্জনকারী হামহাম জলপ্রপাত ৷ প্রতিবছর ঈদের ছুটির সময় এসব স্পট গুলিতে দর্শনার্থীদের সামলাতে হিমশিম খেতে হয় এখানে কর্মরত কর্তা ব্যক্তিদের ৷

কিন্তু এ বছরে হঠাৎ ঈদের আগে অতিবৃষ্টি ও পাহাড়ী ঢল নেমে এসে ঈদর আগেই প্লাবিত করে মৌলভীবাজার সদর ,কুলাউরা, রাজনগর,কমলগন্জ উপজেলার বেশির ভাগ এলাকা ৷ জেলা সদরের সাথে যোগাযোগ বিছিন্ন আছে কমলগঞ্জ, বড়লেখা,জুরি ,রাজনগর সহ সকল উপজেলা র ৷ সড়ক যোগাযোগ বিছিন্ন থাকায় কমলগন্জ ও বড়লেখার বিনোদন কেন্দ্র গুলিতে দর্শনার্থীরা যেতে পারছে না ফলে এবারের ঈদে যেখানে প্রচুর দর্শনার্থীদের সমাগম থাকার কথা সেখানে বেশির ভাগ স্পট এখন পর্যটক শুন্য ৷ অলস সময় পার করছেন এসব স্পট কর্মকর্তা ,কর্মচারী ও সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী ও ট্যুর গাইডেরা ৷

একাধিক পর্যটন এলাকার ব্যবসায়ীদের সাথে কথা বললে জানা যায় ,এবারের ঈদ বর্ষা মৌসুমে হওয়ায় ঝর্ণা সংশ্লিষ্ট এলাকায় বেশি পর্যটক আশা করেছিল তারা কিন্তু প্রলংকারী বন্যার কারনে তারা হতাশ হয়েছেন ৷ তারা বলেন বছরের এই ঈদ ও বর্ষা মৌসুমে প্রচুর দর্শনার্থী থাকায় খুব ভাল ব্যবসা করতে পারেন তবে তাদের এবারের লক্ষমাত্রা পুরন হচ্ছে না ৷

তাছাড়া ও এ সময় টিকিট বিক্রয়ের মাধ্যমে প্রচুর অর্থ আয় হয় এসকল কতৃপক্ষের এবার তা হচ্ছে না ৷ শ্রীমঙ্গলের পর্যটন স্পট গুলিতে যেমন লাউয়াছড়া জাতীয় উদ্যান , সীতেশ বাবুর মিনি চিড়িয়াখানা তে দর্শনার্থীর ভীড় থাকলেও অন্যান্য বছর গুলির তুলনায় তা খুবই সামান্য ৷ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে পর্যটন এলাকা হোটেল মোটেল ও রেস্তোরা গুলি ৷ তবে বন্যার পানি নেমে গেলে পর্যটকদের আনাগোনা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কতৃপক্ষ ও এলাকার ব্যবসায়ীরা ৷

আজকের স্বদেশ/জুয়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Design and developed By: Syl Service BD