স্পোর্টস ডেস্ক ::
ফেবারিটের মতো বিশ্বকাপে উড়ন্ত সূচনা করল বেলজিয়াম। ইউরোপের দেশটি সোমবার নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বকাপের নবাগত দল পানামাকে। মধ্য আমেরিকার দেশ পানামা এবারই প্রথম বিশ্বকাপে সুযোগ পেয়েছে।
এবারের আসরে একঝাঁক তারকা ফুটবলার নিয়ে খেলতে এসেছে বেলজিয়াম। তাই ফেবারটির তালিকায় তাদের নামটিও রাখতে হচ্ছে ফুটবল বোদ্ধাদের। অন্যান্য ফেবারিটরা যখন প্রথম ম্যাচে হোঁটচ খাচ্ছে সেখানে বেলজিয়াম ব্যাতিক্রমী ফুটবল উপহার দিয়েছে। প্রথমার্ধে কিছুটা অগোছালো ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধের শুরুতেই আগ্রসী হয়ে ওঠে বেলজিয়াম।
৪৭ মিনিটে দুর্দান্ত ভলি থেকে ড্রেইস মার্টেন্স পানামার জালে বল ঠেলে দলকে ১-০তে এগিয়ে দেন। গোল দেয়ার পর আক্রমণের ধার আরো বেড়ে যায় তাদের। একের পর এক সুসংগঠিত আক্রমণ চালায় দলটি।
এরপর ৬৯ মিনিটে কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্ট থেকে অসাধারণ হেডে নিশানাভেদ করেন ম্যানচেস্টাই ইউনাইটেড তারকা রোমেলু লুকাকু। মাঝমাঠ থেকে ডি ব্রুয়েনের ডান পায়ের অসাধারণ ক্রসে হেড করে লক্ষ্য ভেদ করেন।
ছয় মিনিট পর চেলসির ফরোয়ার্ড এডিন হ্যাজার্ডের কাছ থেকে বল পেয়ে লুকাকু করেন দ্বিতীয় গোল।
বেশ কয়েকটি আক্রমণ করেছিলো পানামা। তবে ভালো ফিনিশিং পায়নি দলটি। ফলে ফেবারিটের মতই ৩-০ গোলের দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করলো বেলজিয়াম।
পানামা বেশিরভাগ সময় বেলজিয়ামের আক্রমণ ঠেকিয়েই পার করেছে। ৩-০ গোলে এগিয়ে থাকলেও ‘রেড ডেভিলদের’ গোলক্ষুধা মেটেনি। শেষ দিকেও বারবার হানা দিয়েছে পানামার গোলপোস্টে। পানামার গোলরক্ষকই এই ম্যাচে সবচেয়ে বেশি প্রতিরোধ গড়েছেন বেলজিয়ামের বিরুদ্ধে। তার বেশ কিছু দুর্দান্ত সেভ বড় ব্যবধানে পরাজয়ের হাত থেকে রক্ষা করেছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply