শেখ সাহেদ মিয়াঃ
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জেলার নবিগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত দুই মোটর সাইকেল আরোহী হলেন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চৈয়া গ্রামের মৃত আহসান উল্ল্যার পুত্র নুরুল ইসলাম(২৬) ও একই গ্রামের আব্দুর রহিমের পুত্র ছুয়াবুল মিয়া(২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার সকালে ঢাকা থেকে মোটর সাইকেল যোগে সিলেট যাচ্ছিলেন নুরুল ইসলাম ও ছুয়াবুল পথিমধ্যে নবিগঞ্জ উপজেলার রোকনপুর নামকস্থানে অজ্ঞাত গাড়ী মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দিলে মোটর সাইকেলটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলে তাদের দুজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভোর সকালে দূর্ঘটনাটি ঘটে বলে কী গাড়ী ধাক্কা দিয়েছে তা বলা যায়নি।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply