মোঃ বায়েজিদ হোসেন::
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকা কুশিয়ারার পানিতে প্লাবিত হয়ে পানি বন্দী হয়ে পড়েছে ৫টি গ্রামের কয়েক হাজার মানুষ ৷সারাদেশের মানুষ যখন ঈদের আনন্দে মশগুল তখন মৌলভীবাজারের বিভিন্ন এলাকার মানুষ জীবন বাচানোর জন্য উজান থেকে নেমে আসা ঘোলা পানির সাথে যুদ্ধ করতে ব্যস্ত ৷
সরেজমিনে গিয়ে দেখা যায় ,শেরপুর এলাকায় কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যা নিয়ন্ত্রন বাধের ভেতরে থাকা আলীপুর গ্রাম প্লাবিত করেছে ৷ তাছাড়া ও দাউদপুরে বন্যা নিয়ন্ত্রন বাধ ভেঙে পানি প্রবেশ করে দাউদপুর ,ব্রাক্ষনগ্রাম ,হামোরকোনা সহ কয়েকটি গ্রাম প্লাবিত করেছে এবং পানি প্রবেশ করছে কয়েকটি গ্রাম ৷
এভাবে পানি বাড়তে থাকলে প্লাবিত হবে মৌলভীবাজার ও হবিগন্জের জেলার আইনপুর ,বাগারাই ,পিটুয়া ,গ্রাম শেরপুর সহ অর্ধশতাধিক গ্রাম ৷ এদিকে শেরপুর বাজারে পানি প্রবেশ করে কয়েকটি মার্কেট, টিসিবির খাদ্য গুদাম সহ অনেক এলাকা প্লাবিত করেছে ৷ ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে ব্যবসায়ী ও সরকারী গুদামজাত মালামাল ৷
কুশিয়ারার পানি বৃদ্ধি পাবার প্রাথমিক অবস্থায় বালির বস্তা দিয়ে পানি নিয়ন্ত্রনের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় ৷ শেরপুর লঞ্চঘাট এলাকা দিয়ে বালির বস্তা ফেলে পানি নিয়ন্ত্রন করা হলেও যেকোন মুহুর্তে তা ভেঙে প্লাবিত হবার আশংকা রয়েছে শেরপুর,পারকুল ও নবীগন্জ উপজেলাধীন পাহাড়পুর ,দুর্গাপুর সহ অর্ধশতাধিক গ্রাম ৷ ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে লামা তাজপুর ও নতুন বস্তি এলাকা ৷ নিরুপায় পানি বন্দী মানুষ আশ্রয় নিয়েছে সিলেট-মৌলভীবাজার আন্তঃমহাসড়কে ও স্থানীয় শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয়ের খোলা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ৷
দেখা গেছে মৌলভীবাজার-সিলেট আন্তঃমহাসড়ক ,দাউদপুর ও হামোরকোনা রাস্তায় পঞ্চাশটির ও অধিক পরিবার এবং আজাদ বখত উচ্চ বিদ্যালয়ের খোলা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে দেড়শতাধিক পরিবারের পাচ শতাধিক মানুষ ৷ আশ্রয় কেন্দ্রে গুলি ঘুরে বানভাসি মানুষের বিভিন্ন দুভোগের কথা শোনা যায় ৷ বেশির ভাগ পরিবার গুলি পাচ থেকে ছয়দিন রাস্তায় ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও মেলেনি কোন ত্রান ৷ মাঝে মধ্যে বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা করা হলেও তা খুবই সামান্য ৷
আজাদ বখত উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার পরের দিন বিদ্যালয়ের তরফ থেকে সহকারী প্রধান শিক্ষক শিহাবুর রহমান শুকনো খাবার চিড়া ও গুড় বিতরণের ব্যবস্থা করেন এবং আজ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পাচ কেজি করে চাল বিতরণ করা ছাড়া আর কোন উল্লেখযোগ্য সাহায্য পায়নি অসহায় মানুষেরা ৷
ফলে মানবেতর জীবনযাপন করছে বানভাসি মানুষেরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ত্রান ও সকলে পায়নি বলে অভিযোগ করেন বেশ কয়েক জন দুর্গত মানুষ ৷
এ ব্যাপারে স্থানীয় প্রতিনিধি জানান ত্রানের পরিমান কম থাকায় সকলকে এক সাথে দেওয়া সম্ভব হয়নি ৷ আজ যারা বাদ পড়েছে তাদের আগামিকাল দেওয়া হবে ৷
স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান দুর্গত এলাকা পরিদর্শন করলেও পর্যাপ্ত ত্রান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আক্রান্ত মানুষেরা ৷
এ দিকে দাউদপুর ,হামোরকোনা এলাকায় প্রতি বছর বন্যাবস্থা বিরাজ করলেও দীর্ঘস্বায়ী কোন পদক্ষেপ গ্রহণ করা হয়না বলে অভিযোগ এলাকাবাসীর ৷
প্রত্যেক বছর বর্ষা মৌসুমে বালির বস্তা ফেলা হয় আর জনপ্রতিনিধিগন পরিদর্শন করেন কিন্তু বর্ষাকাল শেষ হলে কারো টিকিটার ও খোজ মেলে না বলে জানান দাউদপুর ও হামোরকোনা গ্রামের সাধারন মানুষ ৷
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply