স্পোর্টস ডেস্ক ::
নেইমারকে নিয়ে কিছুটা সংশয় ছিল। কারণ, দিনের শুরুতেই ব্রাজিল কোচ তিতের বক্তব্য ছড়িয়ে পড়ে সারা দুনিয়ার মিডিয়ায়, ‘ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট নন নেইমার।’
ব্রাজিল কোচের এমন মন্তব্যের কারণে, ব্রাজিল সমর্থকরা চিন্তিত হয়ে পড়েন সুইজারল্যান্ডের বিপক্ষে তার প্রথম একাদশে থাকা নিয়ে।
তবে, সুইসদের বিপক্ষে ম্যাচের আগে একাদশ দেখে জানা যাচ্ছে, নেইমারকে শুরু থেকেই খেলাচ্ছেন কোচ তিতে। শুধু তাই নয়, পূর্ণ শক্তির একাদশই মাঠে নামাচ্ছে সেলেসাও কোচ।
৪-৩-৩ ফরমেশনে কৌতিনহোকে মিডফিল্ডেই খেলাচ্ছেন কোচ তিতে। নেইমারকে লেফট উইংয়ে রেখে রাইট উইংয়ে দায়িত্ব দিয়েছেন উইলিয়ানের ওপর। ফরোয়ার্ডে গ্যাব্রিয়েল হেসুস। লিভারপুলের ফিরমিনোকে সাইড বেঞ্চেই কাটাতে হচ্ছে।
মিডফিল্ডে কৌতিনহোর সঙ্গে যথারীতি ক্যাসেমিরো এবং পওলিনহো। আর রক্ষণে বিখ্যাত চারজন, থিয়াগো সিলভার সঙ্গে মিরান্দা সেন্ট্রাল ডিফেন্সে। মার্সেলো লেফট এবং দানিলো রাইট ব্যাকে। গোলরক্ষক অ্যালিসন। মোটামুটি এই হচ্ছে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একাদশ।
ব্রাজিল একাদশ : অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মিরান্দা, মার্সেলো, পওলিনহো, ক্যাসেমিরো, কৌতিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল হেসুস এবং নেইমার।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply