ছাতক প্রতিনিধিঃ
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড়স্থ আইডিয়াল কিন্ডারগার্টের উন্নয়নকল্পে নগদ অনুদান প্রদান করেছেন সিংচাপইড় গ্রামের মরহুম মাহমদ আলীর পূত্র সমাজসেবী রাসেল মিয়া।
আজ শনিবার বিকেলে অনুদানের ৫হাজার টাকা গ্রহন করেন সংস্থার সভাপতি মো. আবদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, কিন্ডারগার্টের সাবেক প্রিন্সিপাল, সিংচাপইড় ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, সংস্থার সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সংস্থার সদস্য নুরুল হোসেন, সাংবাদিক হেলাল আহমদ, সিংচাপইড় ইউনিয়ন পরিষদের সাবেক উদ্যোক্তা বেনু সুত্রধর, কিন্ডারগার্টেনের সাবেক শিক্ষক আকতার হোসেন সুমন ও ছামির আহমদ প্রমূখ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply