নিজস্ব প্রতিবেদক,পঞ্চগড়:
পঞ্চগড়ের বোদা উপজেলায় রেজাউল করিম লেবু রাজমিস্ত্রি শ্রমিক (৪০) নামে এক ব্যাক্তি তার ছোট ভাই মিনহাজ (২২) হাতে খুন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুন) আনুমানিক রাত সাড়ে ১০ টার সময় বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের গেদেরগুড়ি বাজারে এই ঘটনা ঘটে। জানা যায় নিহত রেজাউল করিম লেবু ও ঘাতক মিনহাজ বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের চতড়া ডাঙ্গা গ্রামের সিরাজের ছেলে।
এলাকাবাসি সূত্রে জানা যায় নিহতের আপন ছোট ভাই মিনহাজ দুপুরে তার স্ত্রী আজিরন বেগমকে পারিবারিক কোলাহলের জেরে মারধর করার পর বিকেলে গেদেরগুড়ি বাজারে এসে তার পানের দোকানে বসে দোকান করতেছিল।
বড় ভাই রেজাউল করিম গাড়াতী ছিটমহলে রাজমিস্ত্রি শ্রমিকের কাজ শেষ করে রাত ১০ টার সময় গেদেরগুড়ি বাজারে আসলে ছোট ভাই মিনহাজের স্ত্রীকে মারধরে কথা জানলে তাৎক্ষনিক ছোট ভাইয়ের পান দোকানে গিয়ে জিজ্ঞাসা করায় ছোট ভাই মিনহাজ বড় ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা পান কাটা কেঁচি দিয়ে বুকের বাম পাশে তিনবার আঘাত করলে লেবু মাটিতে লুটিয়ে পরে।
পরে গেদেরগুড়ি বাজারের স্থনিয়রা উদ্ধার করে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিক্যাল অফিসার ডা.তৌহিদুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম নুরুল ইসলাম হত্যার ঘটনা সত্যতার বিষয় নিশ্চিত করেছেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply