মোঃ তাজুদুর রহমানঃ
দারুল কিরআত প্রশিক্ষণ কেন্দ্র কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে পবিত্র রমজান মাসব্যাপী বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ, খতমে কুরআনের দোয়া ও পুরস্কার বিতরণী অনুুষ্ঠান ২৬ রমজান (১২ জুন) সকাল সাড়ে ১১টায়, কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, দারুল কিরআত প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও ক্বারী নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া, সহকারী শিক্ষক আতিকুর রহমান, হিলফুল ফুযুল ইসলামী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাসুদ রানা।
প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা আছগর হোসাইর, হাফেজ ক্বারী শুয়াইবুর রহমান চৌধুরী, ক্বারী মাওলানা মুহিবুর রহমান, ক্বারী আব্দুল মুমিন।
প্রসঙ্গত, পহেলা রমজান থেকে বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হয়ে গত ২৪ রমজান লিখিত ও ২৫ রমজান মৌখিক পরীক্ষা নেয়া হয়। পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতর অনুষ্ঠানে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।
আজকের স্বদেশ/তুহিন
Leave a Reply