জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট শাখা কেন্দ্র জগন্নাথপুর পৌর শহরের বটেরতলস্থ বায়তুল আমান জামে মসজিদ কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনাসভা, পুরস্কার বিতরন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ২টায় মসজিদ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মুরব্বী হাজী আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান-২ ।
বায়তুল আমান জামে মসজিদ কমিটির সাবেক মোতায়াল্লী আলহাজ্ব সুলতান আলীর সভাপতিত্বে ও কেন্দ্রের প্রধান ক্বারী ইমাম মাওলানা নুরুল ইসলাম তারেকের পরিচালনায় বক্তব্য রাখেন বায়তুল আমান জামে মসজিদ শাখা কেন্দ্রের সাবেক নাজিম ও বর্তমান উপদেষ্টা মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, সদস্য শিক্ষানুরাগী এম এ মতিন, ক্বারী মাওলানা ইকরাম হোসেন।
আলোচনা সভায় বায়তুল আমান জামে মসজিদ কেন্দ্রের নাজিম ও মোতায়াল্লী হাজি নিজাম উদ্দিন, এলাকার বিশিষ্ট মুরব্বী হাজি উস্তার আলী, ফিরোজ আলী, হাজি সিদ্দেক আলী, হাজি আব্দুর রশীদ, আব্দুল তাহিদ, কেন্দ্রের সহকারি নাজিম রাজিবুল হক চৌধুরী, ক্বারী শামীনুর রহমান ভুইয়া, ক্বারী আব্দুল কুদ্দুছ মুন্না, ক্বারী কামরুল হাসান সাজু, ক্বারী শামীনুর রব্বানী শামীম, ক্বারী মুজাহিদুল হক শুভ, ক্বারী লিমন আহমদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম তারেক।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply