মোঃ তাজুদুর রহমানঃ
অনলাইন নিউজ পোর্টাল মৌলভীবাজার নিউজ এজেন্সি’র প্রধান সম্পাদক আব্দুল হাকিম রাজ সদ্য সম্প্রচারে আসা বিনোদন ও সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যানেল “আনন্দ টিভি”(atv) তে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ লাভ করেছেন।
এটিভি লিমিটেডের ম্যানেজার (এইচআর এন্ড এডমিন) সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে আব্দুল হাকিম রাজকে মৌলভীবাজার জেলা প্রতিনিধি নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
পরে ঢাকার বনানি চেয়ারম্যান বাড়িস্থ এটিভি লিমিটেডের নিজস্ব ভবনের বাণিজ্যিক কার্যালয়ে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসান তৈফিক আব্বাস,চীপ রিপোর্টার সাব্বির আহমদ ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আফজাল হোসেন এ নিয়োগ পত্রটি আব্দুল হাকিম রাজের কাছে হস্তান্তর করেন।
১৯৯৮ সালে তিনি চট্রগ্রাম থেকে বহুল প্রচারিত পত্রিকা দৈনিক নয়া বাংলা’র মাধ্যমে সাংবাদিকতার হাতে খড়ি নেন। পরে তিনি দীর্ঘদিন জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকায় রাজনগর প্রতিনিধি হিসাবে কাজ করেন। ২০০৩ সাল থেকে কয়েকবছর সিলেটের আঞ্চলিক দৈনিক সিলেট বাণী’তে ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রায় মৌলভীবাজার ব্যুরো চীপের দায়িত্ব পালন করেন। সাংবাদিকদার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
শিক্ষাক্ষেত্রেও তার অবদান অসীম।বর্তমানে তিনি রাজনগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোকামবাজার সৈয়দ আব্দুল বারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার চলমান সভাপতি এবং সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সদস্য।
এর আগে তিনি ২ বছর মুনিয়ারপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব সুনামের সহিত পালন করেন।তিনি জেলার গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে সার্বিক সহযোগিতা কমনা করেন।
তার সাথে সংবাদ সংক্রান্ত যেকোন যোগাযোগ 01711-317888 নাম্বারে করতে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, গত ১১ মার্চ ২০১৮ থেকে আনন্দ টিভির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়। সেদিন সন্ধ্যায় রাজধানীর এটিভি লিমিটেডের বনানীস্থ কার্যালয়ে চ্যানেলটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।