এ. ডাব্লিউ. নিজামঃ
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী এড.এহসানুল মাহবুব জুবায়ের এর পক্ষ থেকে নগরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টানানো হয় নগরীর বিভিন্ন স্থানে।
কিন্তু নগরীর জিন্দাবাজার এলাকায় ব্যানার টানানো হলে সেটা নগর পরিচ্ছন্নতার নামে সিসিক মেয়রের নির্দেশে খুলে ফেলা হয়। এমন মন্তব্য করেন নগরবাসী।
‘তবে এড.জুবায়েরের সমর্থকরা দাবী করেন সবার ব্যানার রয়েছে। শুধু জুবায়ের ভাইয়ের ব্যানার কেনো খুলে ফেলা হলো? তবেই কি জুবায়ের ভাইয়ের ক্লিন ইমেজের রাজনীতি মেয়র আরিফের ভয়ের কারণ?
সমর্থকরা আরো জানান, এডভোকেট জুবায়ের-এর মত জেলা বারে এমন সজ্জন, সৎ, যোগ্য ও মেধাবী আইনজীবি পেয়ে সত্যিই আমরা গর্বিত। এমন মিষ্টভাষী ও সাদামনের মানুষ মেয়র হবে শুনলে খুশীতে বুকটা ভরে যায়। আমি কোন দলের রাজনীতি করি না। রাজনৈতিক ব্যাপারে আমি কারো নিকট দায়বদ্ধ নই।
এডভোকেট জুবায়ের মেয়র পদে প্রার্থী তাই আমরা দল-মতের উর্ধ্বে থেকে সর্বাত্মকভাবে কাজ করতে প্রস্তুত রয়েছি। আইনজীবিরা শুধু আদালত নয়, দেশ পরিচালনায় অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে।
সিলেট জেলা পরিষদে চেয়ারম্যান পদে আমরা আইনজীবি পরিবারের সদস্যকে পেয়েছি এবার সিসিক নির্বাচনেও আইনজীবি পরিবারের সদস্য এডভোকেট জুবায়েরকে মেয়র নির্বাচিত করতে চাই। অভিযোগের ব্যাপারে জানতে সিসিক মেয়রের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply