শেখ শাহেদ আহমদঃ
রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে শেরপুর শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৭৫০০টাকা জরিমানা প্রদান করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে অভিযান পরিচালনা করে জরিমানা প্রদান করেছেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরূল হাসান চৌধুরী ও নেচার উদ্দীন
তারা বলেন, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যপণ্যে রং ব্যবহার করা, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দাম রাখা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে শেরপুর এলাকায় অবস্থিত ১০টি প্রতিষ্ঠানকে মোট ২৭৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো- রুয়েল হোটেল (৩ হাজার টাকা), তাজ স্টোর (২ হাজার টাকা) সুমা ফুড (৩ হাজার টাকা) বিশ্বজিৎ স্টোর ৫হাজার টাকা জনতা হোটেল ৩ হাজার টাকা সাগরীকা হোটেল ৩ হাজার টাকা স্বাদ কনফেকশনারী ৪ হাজার টাকা, রস মেলা ১ হাজার টাকা, ফিজা এন্ড কোং২ হাজার টাকা ও ফল দোকান ১৫০০ টাকা আদায় করা হয়েছে।
রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য না বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে বিক্রি করতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply