আজকের স্বদেশ ডেস্ক::
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদককািরবারি বিল্লালের আলিশান বাড়ির মাটির নিচে সুড়ঙ্গ পথে আন্ডারগ্রাউন্ড মাদকের গোপন আস্থানা আবিস্কার করেছে পুলিশ। বেডরুমের মেঝেতে ঢাকনা দেয়া গোপন সুড়ঙ্গ পথের মুখ। মাদকের গুদাম ও মাদককারবারিদের বৈঠকখানা হিসাবে ব্যবহার হয়েছে এই আস্তানা।
আজ রোববার সকালে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার এই তথ্য জানিয়ে বলেছেন শনিবার বিকালে মাদক বিরোধী বিশেষ অভিযানের সময় পুলিশ আখাউড়া মনিয়ন্দ জয়পুর গ্রামে এই গোপন আস্তানার সন্ধান পায়।
আখাউড়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আরিফুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ টিম শনিবার বিকালে ৫টায় মাদককারবারি বিল্লালের বাড়িতে তল্লাশী চালায়। তল্লাশীর সময় তার বেডরুমের মেঝেতে রাস্তার ম্যানহোলের মত একটি ঢাকনা দেখে সন্দেহ হয়। ঢাকনা খুলার পর দেখা যায় একটি গোপন সুড়ঙ্গ পথের মুখ।
দুইজন পুলিশ সদস্য সুড়ঙ্গ পথে প্রবেশ করে ১০ গজ যেতেই মাটির নিচে পাওয়া যায় মাদকের গোপন আন্ডারগ্রাউন্ড আস্তানা। বিল্লালের এই আলিশান বাড়ির বারান্দা থেকে শুরু করে সব রুম থেকে বাইরে বের হওয়ার গোপন পথ রয়েছে।
তিনি বলেছেন, অভিযানের সময় বিল্লাল কিংবা তার সহযোগী কাউকে পাওয়া যায়নি। টের পেয়ে পালিয়েছে। তবে তার স্ত্রী শেফালী বেগমকে (৩০) পুলিশ ১৫ বোতল ফেন্সিডিল ও ১৫ পিস ইয়াবাসহ আটক করেছে।
এদিকে রোববার সরেজমিনে দেখা গেছে, আখাউড়ার শীর্ষ মাদক বিক্রেতা বিল্লাল মনিয়ন্দের জয়পুরে রাজকীয় বাড়ি নির্মান করেছেন। স্থানীয়রা জানায়, কয়েক বছর আগেও বিল্লাল ছিল গ্রামের অসহায় হতদরিদ্র মানুষ।
ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসা করে বর্তমানে কোটিপতি বনেগেছে বিল্লাল। বিল্লালের বাড়িতে উপজেলার আরেক শীর্ষ মাদক ব্যবসায়ী নোয়াখাইল্লা সুমনসহ কয়েকজন শীর্ষ মাদককারবারি নিয়মিত আসা যাওয়া করে।
গভীর রাত পর্যন্ত চলে তাদের আড্ডা। এই বাড়ির আন্ডারগ্রাউন্ডসহ স্থানে স্থানে তল্লাশী করলে মাদকের অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে বলে স্থানীয়দের অভিমত।
এ ব্যপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে পুলিশ। কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে পাতাল থেকে তাদের তুলে আনবে পুলিশ। যারা মাদক বিক্রেতাদের পক্ষে থানায় সুপারিশ করতে আসবে তাদেরকেও মাদক মামলায় জেলে পাঠানো হবে বলে তিনি জানান।
আ.স্ব./জিএস.ফ.জু
Leave a Reply