সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেট -সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। আজ রোববার দুপর ১২টার দিকে শহরের মল্লিকপুর বাস টার্মিনাল এলাকায় কয়েকটি মিনিবাস আড়াআড়ি দাঁড় করিয়ে সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে দেখা দেয় তীব্র জানজট।
প্রখর রোদে তীব্র ভোগান্তি পোহাতে হয় এই পথে যাতায়াতকারি সাধারণ যাত্রীদের। এ বিষয়ে আন্দোলনরত পরিবহন শ্রমিকরা কিছু বলতে না চাইলেও খবর নিয়ে জানা যায়, সম্প্রতি সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহা সড়কের দক্ষিণ সুনামগঞ্জ এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মিনিবাস শ্রমিকদের কয়েকজনের মধ্যে উত্তেজনা চলছিলো।
আজ রোববার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জে সিএনজি অটোরিকশার শ্রমিকরা একটি বাসের শ্রমিকদের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এসময় তারা বাসটি আটকে দেয়। এর সূত্র ধরে সুনামগঞ্জের মল্লিকপুর বাস ষ্টেশন এলাকায় সড়ক অবরোধ করে মিনিবাস শ্রমিকরা। তবে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আধঘন্টা পর আইনি ব্যবস্থার আশ্বাসে অবরোধ তুলে নেয় পরিবহন শ্রমিকরা।
এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ বাস মিনিবাস মালিক সমতির মহা সচিব মো. জুয়েল মিয়ার মুঠোফোন টি বন্ধ পাওয়া যায়। অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জুয়েল বলেন, মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকদের মধ্যে তুচ্ছ একটি ঘটনা নিয়ে ঝামেলা ছিলো, দক্ষিন সুনামগঞ্জ এলাকায় সিএনজির শ্রমিকদের কয়েকজন
এবং বাসের শ্রমিকরা বাকবিতন্ডা করে উত্তেজনা বাড়িয়ে দিলে এই অবরোধ করা হয়, তবে আমাদের হস্তক্ষেপে বর্তমানে অবরোধ তোলে নেয়া হয়েছে। কিছুটা যানজট ছিলো এটা আমাদের পুলিশ বিভাগের সদস্যরা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply