চুরির নতুন কৌশল!
বিশেষ প্রতিনিধি::
চোরের নতুন কৌশল! হোটেলের বয় সেজে সহকর্কর্মী স্টাফদের ৩টি মোবাইল ফোন চুরি করে দিনদুপুরে চম্পট দেয় মিছবা নামের এক মোবাইল চোর। ঘটনাটি ঘটেছে ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে মেহমান বাড়ী রেষ্টুরেন্ট।
চোরাইকৃত ৩টি মোবাইলের দাম অনুমান ২৫ হাজার টাকা সহ নগদ ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় মিছবা নামের যুবক। ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি মেহমান বাড়ী হোটেলের স্টাফ জুনেদ মিয়া ও রয়েল মিয়া তারা জানায় গত কিছু
দিনপূর্বে মেহমান বাড়ী হোটেলে বয়ের চাকরী নেয় সিলেট ওসমানী নগর থানার ব্রাহ্মণ গ্রামের মিছবা নামের যুবক এরই সুবাদে পবিত্র মাহে রমজানে ওই হোটেলের দিনের বেলায় ব্যবসা বন্ধ থাকায় অন্যান্য সহর্কর্মী স্টাফদের সাথে স্টাফ রোম থেকে
গত সোমবার বেলা ১১টার দিকে সবাইকে ঘুমের ঘরে ফেলে সহকর্কর্মী জুনেদ মিয়া ও রয়েল মিয়র ৩ টি মোবাইল ও বিছানার নীচ থেকে ৫ হাজার টাকা সহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে সকাল ১১টার দিকে চম্পট দেয় মিছবা মিয়া নামের যুবক। এঘটনায় অনেক খোজাখুঁজি করে ও তার কোন সন্ধান না পেয়ে হতাশায় ভুগছেন হোটেল স্টাফরা।
এই চুরির ঘটনায় মিছবার বাড়ী ঘরে খবর নিয়ে দেখা যায় সে ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় হোটেল রেস্তুরায় চাকরী নিয়ে এ ধরনের আরো অহরহ অপকর্ম করে আসছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply