আজকের স্বদেশ ডেস্ক::
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকা থেকে ৫ অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সকাল ৬টার দিকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ জানান, সকালে মহাসড়কের বকচর এলাকায় রাস্তার পাশে ৫ অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের জানান।
পরে তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। উদ্ধারকৃতদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। ধারণা করা হচ্ছে তারা ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply