প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ১০:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০১৮, ৮:২৮ এ.এম
দিরাইয়ে ৩০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দিরাই সংবাদদাতা ::
দিরাইয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীকে ইয়াবা সহ গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি বিশেষ দল।
মাদকের বিরুদ্ধে সারাদেশের ন্যায় পুলিশ ও র্যাব নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মজলিশপুর গ্রামের নিজ বাড়ি থেকে নিরলেন্দু (৩০) নামের মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের বিশেষ একটি দল।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপ-পরিদর্শক সাজিদুর হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের একটি বিশেষ দল চিহ্নিত মাদক ব্যবসায়ী নিরলেন্দু (৩০) কে ৩০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করে এসময় তার
সহযোগী একাধিক মামলার আসামি আমির হোসেন (৩২) তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামি নিরলেন্দু ও পলাতক আমির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
Copyright © 2025 Ajker Shodesh আজকের স্বদেশ . All rights reserved.