আজকের স্বদেশ ডেস্ক::
ফ্রান্সে মুসলমানদের বিরুদ্ধে হামলা দিন দিন বাড়ছেই। এমনকি পবিত্র রমজান মাসে সেখানে মুসলমানরা গুলি, যৌন হয়রানি, অগ্নিসংযোগ, ইবাদতের স্থান অপবিত্র করে দেয়ার মতো ঘটনাও সেখানে বাড়ছে।
দেশটির ন্যাশনাল অবজারভেটরি অ্যাগেইনিস্ট ইসলামফোবিয়া সংস্থার প্রধান আবদুল্লাহ জাকি আলজেরিয়ার বার্তা সংস্থা এপিএস নিউজ এজেন্সিকে এ কথা বলেন।
সংস্থাটি গত মাসে প্রকাশিত এক রিপোর্টে উল্লেখ করেছে, এ বছরের শুরু থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়ে মুসলমানদের ওপর হামলার পরিমাণ ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উল্লিখিত সময়ে এ ধরনের ৩০টি ঘটনার কথা রেকর্ড করা হয়েছে।
গত বছর এ ধরনের ঘটনা ঘটেছিল ২৬টি। আর মুসলমানদের হুমকির বিষয়টি গত বছরের একই সময়ের তুলনায় ১৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে গত বছরের তুলনায় মসজিদ ও ধর্মীয় স্থাপনাগুলোতে হামলার ঘটনা এবার কম ঘটেছে। গতবার যেখানে এ ধরনের ১৮টি ঘটনা ঘটেছিল, এবার সেখানে ১০টি ঘটনার কথা জানা গেছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply