আজকের স্বদেশ ডেস্ক::
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওয়ায়েস কুরুনী (৩৫) এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সালুটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীরা জানান, দুপুরে সালুটিকর এলাকা দিয়ে যাত্রীবাহী একটি অটোরিকশা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ওয়ায়েস কুরুনী নিহত হন। এসময় গুরুতর আহত হন অটোরিকশার চালক। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।
আজকের স্বদেশ/তুহিন
Leave a Reply