আজকের স্বদেশ ডেস্ক::
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও চ্যানেল আই-এর জয়েন্ট এডিটর প্রণব সাহা আর নেই। তিনি আজ বৃহস্পতিবার (৭ জুন) সকাল সোয়া ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সহকর্মী রেখে গেছেন।
দৈনিক বাংলার বাণীর মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন প্রণব সাহা। পরবর্তীতে তিনি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
শ্রদ্ধা নিবেদনের জন্য প্রণব সাহার মরদেহ আজ সকালে জাতীয় প্রেসক্লাবে আনা হয়। আজ বিকেলে মানিকগঞ্জের গড়পাড়ায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
প্রণব সাহার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজকের স্বদেশ/তুহিন
Leave a Reply