মোঃতাজুদুর রহমানঃ
পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ৬ জুন মৌলভীবাজার
সদর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, ইফতারসহ অন্যান্য খাবার রাস্তার পাশে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর ভাবে বিক্রি করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রয় করা, ওজনে কম দেয়া, খাদ্যদ্রব্যে রং ব্যবহার করা, সরকারকে ভ্যাট ও আমদাণি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশী প্রসাধনী ও খাদ্যপণ্য বিক্রি করা,
যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেয়াসহ বিভিন্ন অপরাধে মৌলভী কনফেকশনারীকে ১হাজার টাকা, খান কনফেকশনারীকে ৫হাজার টাকা, জিতু মিয়ার হোটেলকে ৪হাজার টাকা, হাবিব হোটেলকে ১হাজার টাকা, সমর বাবুর সবজির দোকানকে ৫শত টাকাসহ ৫ প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।এ সময় সহযোগীতায় ছিলেন সদর মডেল থানার পুলিশ ফোর্স।
আ.স্ব./জিএস.ফ.জু
Leave a Reply