জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
জগন্নাথপুর-শিবগঞ্জ-পাইলগাঁও-বেগমপুর সড়কের নলজুর নদীর উপর নির্মিত ঘোষগাঁও সেতুর এ্যাপ্রোচ বিধ্বস্ত হওয়ায় পাঁচ মাস পার হলেও শেষ হয়নি সংস্কার কাজ।যার ফলে জগন্নাথপুর উপজেলার দক্ষিনাঞ্চলের রানীগঞ্জ,পাইলগাঁও ও আশারকান্দি ইউনিয়নের জনসাধারন চরম দূর্ভোগে রয়েছে।
গত ৬ ডিসেম্বর বুধবার এ্যাপ্রোচের প্রায় ৫০ফুট এলাকা ধ্বসে যাওয়া অংশের এক পাশে প্রায় ২/৩ ফুট পরিমান স্থান দিয়ে লোকজন বিপদজনক অবস্থায় পায়ে হেঁটে সেতু পাড় হচ্ছেন।প্রায় পাঁচ মাস যাবত সড়কে সরাসরি যানবাহন বন্ধ থাকার পর গত মে মাসের প্রথমদিকে আংশিক সংস্কার শুরু হলেও আবার ধ্বসে পড়ছে সংযোগ সড়কটি।
অনেক লোকজন ভয়ে সেতুর পরিবর্তে নৌকা দিয়ে নদী পাড় হচ্ছেন।প্রায় বছর খানেক ধরে সেতুটির ঐ স্থানের এ্যাপ্রোচের মাটি ধ্বসে গিয়ে নদী গর্ভে বিলিন হয়ে যায়।
স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানা যায়,নলজুর সেতু দিয়ে এখানকার তিনটি ইউনিয়নের মানুষজন উপজেলা সদরে যাতায়াত করেন।উপজেলা সদরের বাসিন্দারা কম সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেগমপুরে যাতায়াত করতে পারেন।
সড়কটিতে সমস্যা থাকার ফলে জনসাধারণ চলাচল করতে গিয়ে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে। স্থায়ীভাবে কাজ করে জনদুর্ভোগ নিরসনে উদ্যোগ নেওয়ার জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান এলাকাবাসী।
জগন্নাথপুর এলজিআইডি অফিস সূত্রে জানা যায়, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক ২০১৩সালে ১৩কোটি টাকা ব্যায়ে ১৩৯দশমিক ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতুটি নির্মান করা হয়।
এ ব্যাপারে এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্রিজের এ্যাপ্রোচ এর কাজটি মজবুধ করতে গিয়ে একটু সময় যাচ্ছে। এখন স্টিলের ব্রিজ যুক্ত করা হবে।এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। আমরা আশাবাদী আগামী এক সাপ্তাহের মধ্যে কাজ শুরু করতে পারবো।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply