শাহ এস এম ফরিদ:
পবিত্র ঈদুল-ফিতরকে সামনে রেখে গ্রামীণ জনপদের বাজারে পোষাক বিপনী বিতান গুলোতে ক্রেতাদের সমাগম ঘটতে শুরু করেছে। তবে এখনও কেনাকাটা তেমনটা শুরু না হলেও ঈদের দিন যতো আগাবে ক্রেতাদের ততই সমাগম বৃদ্ধি পাবে।
পোষাক ব্যবসায়ীরা তাদের বিতান গুলো প্রতি বছরের ন্যায় এ বছরও দেশি বিদেশি বাহারী পোষাকে সাজিয়েছেন। নবীগঞ্জ উপজেলার প্রবাসী অধ্যুশিত জনবহুল ইনাতগঞ্জ বাজারের ব্যবসায়ীরা প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে তাদের পোষাক বিতান গুলো বাহারি পোষাকে সাজিয়েছেন।
বড় বিতান গুলোর মধ্যে মৌ ফ্যাশন, মিনা ফ্যাশন, সালমা ফ্যাশন, রুহিত ফ্যাশন, তামা ক্লথ ষ্টোর, ভাভাই ক্লথ ষ্টোর, ফয়ছল ফ্যাশন, নাইস ফেয়ার, টাউজার, গেঞ্জির জন্য এমবি ষ্টোর, জুতা ও কসমেটিক্স মিন্টু ষ্টোর, সহ অর্ধশত তৈরী পোষাক বিতান এবার ঈদে ক্রেতাদের চাহিদা মেটাতে পর্যাপ্ত পরিমাণ আধুনিক ডিজাইনের দেশি-বদেশি ক্রেতাদের পচন্দের তৈরী পোষাক দ্বারা দোকান গুলো সুসজ্জিত করা হয়েছে।
প্রতি বছরের ন্যায় এ বছরও ইনাতগঞ্জ বাজারের অন্যতম পোষাক বিপনি মৌ- ফ্যাশনে ক্রেতাদের উপচেপড়া ভীড় লক্ষ করা গেছে। তবে এবছর বিদেশি নামীয় যেমন, কিরণ মালা, পাখি ইত্যাদি নামের পোষাকের চাহিদা কমেছে।
এই ঈদে গড়ম থাকায় ক্রেতাদের কাছে সুতি পোষাকের চাহিদা বাড়ছে। মৌ-ফ্যাশনের পরিচালক মিশন রায় বলেন, এ বছর ইন্ডিয়ান ও বাংলাদেশি সূতি রেডি আনরেডি থ্রিপিছের চাহিদা বেশী, সূতি শাড়ি, শার্ট, ফ্যান্ট সহ শিশুদের পোষাক সহ সব ধরনের তৈরী পোষাক মৌ ফ্যাশনে রয়েছে।
এক দরে বিক্রয় হওয়ায় ক্রেতারা মৌ ফ্যাশনেই ঈদের পোষাক কেনাকাটায় অস্বাচ্ছন্দ্য বোধ করেন। এবারের ঈদে ব্যবসায়ীরা প্রত্যাশিত বিক্রয়ে শতভাগ আশাবাদী।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।